রহমত নিউজ ডেস্ক 18 September, 2023 10:35 AM
মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে দেয়া রায় বাতিল এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিল–সংলগ্ন ফটকের পাশে ফোরামের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি মো. আবদুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, আইনজীবী সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা ও মো. রুহুল কুদ্দুস, জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির ও সৈয়দ মামুন মাহবুব। সঞ্চালনায় ছিলেন ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম।
মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আদিলুর রহমানের বিরুদ্ধে মামলায় যেদিন রায় হয়, সেদিন বিদেশিসহ দেশের মানবাধিকারকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা দেখেছেন, কীভাবে ফরমায়েশি রায় দিয়ে আদিলুরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা শুধু মানবাধিকারেরই লঙ্ঘন নয়, এটা বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নেই, তারই প্রমাণ।
ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক এই আইনজীবী বলেন, ‘আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মূল অপরাধ কী? তাঁদের অপরাধ একটাই, তাঁরা মানবাধিকারের কথা বলেছিলেন। তাঁদের অপরাধ একটাই, তাঁরা সমতার কথা বলেছিলেন। তা সহ্য হয়নি। এই সরকার একটা সর্বগ্রাসী সরকার।…অবৈধ ও অনির্বাচিত এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’