রহমত নিউজ ডেস্ক 08 September, 2023 11:41 AM
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা এসেছে। এই অর্জনকে নতুন প্রজন্মকে মূল্যায়ন করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষার মিল রয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ না, এগিয়ে চলার বন্ধু। তাই আসন্ন জি-২০ সম্মেলনে ভারত বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত জয়সালমার বিটের সাংস্কৃতিক উৎসবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর