| |
               

মূল পাতা জাতীয় সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে : রেলমন্ত্রী


সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে : রেলমন্ত্রী


রহমত নিউজ     05 September, 2023     08:05 PM    


সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আমরা রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে যুক্ত করব। দেশের সব সিঙ্গেল লাইন ধীরে ধীরে ডবল লাইনে রূপান্তর করব। দেশের সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে। কারণ, ভারসাম্যপূর্ণ যোগাযোগব্যবস্থার জন্য রেল অপরিহার্য।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম সুজন বলেন, যে দেশ যত উন্নত সেই দেশের রেল যোগাযোগ ব্যবস্থাও ততটাই উন্নত। বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেল যোগাযোগ আরও নিরাপদ ও সাশ্রয়ী করছে। উন্নত দেশগুলোতে অনেক রেল চলাচল করে। আমাদের দেশে তার চেয়ে অনেক কম রেল চলে। তারপরও আমরা এটার ভালো ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারছি না। চীন তাদের একটা নিয়ন্ত্রণ কক্ষ থেকেই সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় কী হচ্ছে, তা দেখতে পারছে। প্রতিদিন কোথায় কীভাবে ট্রেন চলছে এবং আয়-ব্যয় সব এক জায়গা থেকেই জানতে পারছে।

নূরুল ইসলাম সুজন আরও বলেন, রেলের উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগছে। বর্তমানে চারটি প্রকল্প চলমান রয়েছে। সেগুলো হলো- আখাউড়া থেকে আগরতলা, পদ্মা রেল সংযোগ প্রকল্প, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এবং খুলনা থেকে মংলা পর্যন্ত রেল সংযোগ প্রকল্প।