রহমত নিউজ 03 September, 2023 07:12 PM
মাসের শুরুতে আরেক দফা বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডার ১৪৪ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৮৪ টাকা। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এ মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান নূরুল আমিন।
বিইআরসি চেয়ারম্যান জানান, মূল কাঁচামাল বিউটেন ও প্রোপেনের গড় আমদানি খরচ বেড়ে যাওয়ায়, এলপিজির দাম বাড়ানো হয়েছে। এলপিজির পাশাপাশি বেড়েছে গাড়ির অটোগ্যাসের দামও। মূসকসহ প্রতি লিটার দাম পড়বে প্রায় ৫৯ টাকা।
গত মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মাসের তুলনায ১৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ১৪০ টাকা।