| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘রেজাউল হত্যার বিচার নিশ্চিত না করলে সরকারকে মাশুল দিতে হবে’


‘রেজাউল হত্যার বিচার নিশ্চিত না করলে সরকারকে মাশুল দিতে হবে’


রহমত নিউজ ডেস্ক     22 August, 2023     08:58 PM    


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, দেশ আজ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধ চক্রকে আরও বেশি অপরাধপ্রবণ করে তুলছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় এমন অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে কিন্তু বিনা বিচারে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। অপরাধের পৃষ্ঠপোষকতা করছে সরকার। খুন, গুম, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ। রাষ্ট্রযন্ত্র প্রশাসন আজ ক্ষমতাসীন দলের হুকুমের গোলামের ভূমিকায় অবতীর্ণ। হাফিজ রেজাউল হত্যার মাধ্যমে প্রশাসনের সক্ষমতা ও আন্তরিকতার ঘাটতি প্রমাণিত হয়। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। বিরোধীদলীয় রাজনীতির প্রতি সরকারের আগ্রাসী মনোভাব জনমনে আশঙ্কা সৃষ্টি করছে। একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না, চলতে দেয়া যায় না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ছাত্র মজলিসের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যারয়ে ইসলামী ছাত্র মজলিসের সদস্য প্রার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুর মুহাম্মদ প্রমুখ।