| |
               

মূল পাতা সারাদেশ জেলা তাহাফফুজে খতমে নবুয়তের শিবালয় উপজেলার কমিটি গঠন


সভাপতি হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, সেক্রেটারি মুফতী শরিফুল ইসলাম

তাহাফফুজে খতমে নবুয়তের শিবালয় উপজেলার কমিটি গঠন


রহমত নিউজ     20 August, 2023     01:20 PM    


আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ আগষ্ট) সকাল ৯ টায় শিবালয় উপজেলা মডেল মসজিদে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কমিটি গঠন উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার উপদেষ্টা ক্বারী জামাল উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক। এ সময় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, হাফেজ শহিদুল্লাহ, মুফতি শরিফুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মা‘রুফ, মাওলানা মহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস আরেফী, মাওলানা ফজলুল করীম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ইসমাঈল হুসাইন, হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মোশারফ হেসেন, মাওলানা মাহমুদুল হাসান, জনাব হুসাইন আহমাদ প্রমুখ।

সভায় হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহকে সভাপতি এবং মুফতী শরিফুল ইসলামকে সেক্রেটারি করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুফতী ইলিয়াস বিন নাসির, হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাফেজ আইয়ুব আলী, মাওলানা ফজলুল হক, মাওলানা মোশাররফ হুসাইন, মুফতী আবু হুরাইরা ও হাফেজ মুজাহিদুল ইসলামকে সহ-সভাপতি, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা মহিদুল ইসলাম, মুফতী আব্দুল কুদ্দুস আরিফী ও হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসকে যুগ্ম সেক্রেটারি, মুফতী মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক, মুফতী নূরুল আলমকে সহকারী সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মারুফ শাহীনকে অর্থ সম্পাদক, হাজী রবিউল আউয়ালকে সহকারী অর্থ সম্পাদক, হাফেজ নূরুল ইসলামকে প্রচার সম্পাদক, মাওলানা ইবাদুল হককে সহকারী প্রচার সম্পাদক, হাফেজ মাওলানা ইসমাইলকে প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল মালেককে সহকারী প্রকাশনা সম্পাদক, মাওলানা রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক, মাওলানা শফিকুল ইসলামকে সহকারী দপ্তর সম্পাদক, মাওলানা আরিফুল ইসলামকে আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মুফতী ইসহাককে সহকারী আইন বিষয়ক সম্পাদক, হাজী মোশাররফ মাস্টার, হাফেজ ফারুক আহমেদ, মাওলানা মমিনুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আশরাফ আলী, হাফেজ আশরাফুল আলম, হাফেজ ফরিদ বিন নাসির, মাওলানা সোলাইমান, মাওলানা হুসাইন, মাওলানা আহমাদুল্লাহ ও হাফেজ ক্বারী মামুনুর রশিদকে কার্যকরী সদস্য, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মুফতি নাবিল আহমেদ, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আরিফুর রহমান, হাফেজ মোস্তফা, হাফেজ আব্দুল আলিম, হাফেজ আব্দুস শুকুর, হাফেজ মনির হুসাইন, হাফেজ ওয়াসিম, হাফেজ মাওলানা মাকসুদুল ইসলাম, মোহাম্মদ আহসান হাবীব এবং মোহাম্মদ আবু তালেবকে সদস্য করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালেক বলেন, বর্তমানে কাদিয়ানীদের আস্ফালন অনেক বেড়ে গেছে। তারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার কল্যাণে তাদের মিথ্যা দাবি-দাওয়া প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাদের সকল অপপ্রয়াস বন্ধ করতে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সারাদেশব্যাপী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। আজ আমরা কেন্দ্রের ঘোষিত সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার কমিটি গঠন করেছি।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে রাসুলের মর্যাদা ভূলন্ঠিত হবে এটা আমরা হতে দিতে পারি না। বর্তমানে কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। তারা অব্যাহতভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার উপর আঘাত হেনে যাচ্ছে। তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ফেৎনা থেকে এ দেশের মুসলমানদের ঈমান আক্বিদা হেফাজত করতে অনতিবিলম্বে জাতীয় সংসদে আইন পাশ করার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা করতে হবে।

সভাপতির বক্তব্যে ক্বারী জামাল উদ্দীন নব গঠিত কমিটির উত্তরোত্তর কল্যাণ কামনা করেন এবং দেশ-জাতীসহ বিশ্ব মুসলিম উম্মাহ'র সার্বিক কল্যাণ কামনায় দু'আ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ শিবালয়