মফস্বল ডেস্ক 18 August, 2023 12:53 PM
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রীজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রীজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রীজের ওপর মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বৃদ্ধ আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রীজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুস সালাম রেলব্রীজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রীজের পিলারের ওপর পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।