রহমত নিউজ ডেস্ক 12 August, 2023 08:54 PM
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, গত কয়েক বছর যাবৎ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়। এখন নির্বাচনে দিনের ভোট রাতে হয়।
শনিবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলার বর্ধিত সভায় তিনি এসব বলেন। সভায় টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সকালে ব্যালট পেপার যাওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনার। রাতে কোনো ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও একই অবস্থা হবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির ঐক্যজোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করি না, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। বরং আমি ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইল সদর