রহমত নিউজ ডেস্ক 12 August, 2023 09:33 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ভাবছে। আমরা বলে আসছি, তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সরকার। কথা বার্তা পরিস্কার দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না। দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার সংঘাতের কবল থেকে দেশকে রক্ষার পরিবর্তে আরো উসকে দিচ্ছে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ আগস্ট) বিকেলে কুমিল্লার হোটেল ছন্দু মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আয়োজিত ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি নূরুল বশর আজিজী, কুমল্লিা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, সেক্রেটারী মাওলানা এনামুল হক মজুমদার প্রমুখ।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কুমিল্লা মহানগর