| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য ‘ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে জনগণের সাথে প্রতারণা করছে সরকার’


‘ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে জনগণের সাথে প্রতারণা করছে সরকার’


রহমত নিউজ ডেস্ক     08 August, 2023     07:39 PM    


ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি এক্টে প্রতিস্থাপনের তীব্র সমালোচনা করে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি এক্টে প্রতিস্থাপন করে জনগণের সাথে প্রতারণা করছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট)  দলের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, সারা দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলায় রাজচালাকি করে নিবর্তনের নতুন কৌশল অবলম্বন করেছে গণবিরোধী সরকার। কোন পরিবর্তন, পরিমার্জন বা প্রতিস্থাপন না করে সরাসরি এই নিপীড়ণমূলক আইন বাতিল সহ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। এই সরকার জনগণের সরকার নয় তাই নিত্য নতুন কৌশলে জনগণকে শোষণ ও নির্যাতনের ফন্দি করছে। সকল সমস্যার একটাই সমাধান শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।