| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ২৭৩১


একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ২৭৩১


রহমত নিউজ     30 July, 2023     09:07 PM    


দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এই সময়ে আরও ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৭ জন মারা গেলেন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮ হাজার ৩২ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২১ হাজার ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।