| |
               

মূল পাতা আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা 


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা 


আন্তর্জাতিক ডেস্ক     17 July, 2023     11:32 PM    


আর্জেন্টিনায় ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয়।

স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে। 

এর কম্পন পাশের দেশ চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে অনূভূত হয়। এ ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। 

আর্জেন্টিনায় প্রায়ই ভূমিকম্পের খবর শোনা যায়। এর আগে চলতি বছরের ২২ মার্চ ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির স্যান অ্যান্টোনিও দে লস কব্রেস শহরসহ বিস্তীর্ণ এলাকা।