| |
               

মূল পাতা আন্তর্জাতিক চীনে রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছালো ৫২ ডিগ্রিতে


চীনে রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছালো ৫২ ডিগ্রিতে


আন্তর্জাতিক ডেস্ক     17 July, 2023     10:45 PM    


কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহ চলছে। উচ্চ তাপমাত্রার কারণে বেশ কয়েকটি দেশে ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে এবার চীনে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড করা হয়েছে। দেশটিতে তাপমাত্রা উঠেছে রেকর্ড ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

গতকাল রবিবার (১৬ জুলাই) দেশটির জিনজিয়াংয়ের সানবাও শহরের তুরপান ডিপ্রেশন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

উত্তপ্ত আবহাওয়া দীর্ঘায়িত হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে চীনের বিদ্যুৎ ও শস্য উৎপাদন। গত বছর ছয় দশকের মধ্যে সবচেয়ে গুরুতর খরার মুখে পড়েছিল দেশটি। এবারও সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

চীনে এর আগে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৯ সালে রেকর্ড করা হয়েছিল সেই তাপমাত্রা।