| |
               

মূল পাতা জাতীয় ‘রাজউক গরিবের জমি কম টাকায় কিনে বড়লোকের কাছে বিক্রি করছে’


‘রাজউক গরিবের জমি কম টাকায় কিনে বড়লোকের কাছে বিক্রি করছে’


রহমত নিউজ ডেস্ক     15 July, 2023     03:39 PM    


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকা শহরের উন্নয়নে নগর পরিকল্পনায় রাজউক কতটা উন্নতি করেছে তা এখন ভাবার বিষয়। তারা মার্কেট, কমিউনিটি সেন্টার এবং পার্ক তৈরি করে ভাড়া দিয়ে খাচ্ছে। গরিবদের কাছ থেকে কম দামে জমি কিনে বড়লোকের কাছে বিক্রি করছে। এর মাধ্যমে শহর থেকে গরিব তাড়ানোর কাজ করছে তারা। গরিব মানুষ বাস্তুচ্যুত হয়ে এদিক-সেদিক থাকছে। রাজউক নগর উন্নয়নে কতটুকু করেছে, আর গরিব তাড়ানো কতটুকু করেছে, সেটা চিন্তার বিষয়।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অডিটোরিয়ামে ঢাকা ডেলিরিয়াম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান, লেখক গবেষক আদনান জেড মোর্শেদ, অ্যাকশন এইড এর নির্বাহী পরিচালক ফারাহ কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের যেসব প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তারা কতটুকু তা করতে পারছে সেটাও এখন ভাবার বিষয়। আমাকে পরিকল্পনামন্ত্রী বলা হয়, কিন্তু আমি পরিকল্পনার সঙ্গে কোনোভাবে জড়িত না। আমার আশপাশের কিছু লোক আছে তারা পরিকল্পনা করে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ও দেশের পরিকল্পনা সঠিকভাবে করতে পারছে না। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন তার কোনোটাই বাস্তবায়ন করতে পারছে না পরিকল্পনা কমিশন। প্রভাবশালী রাজনীতিবিদদের নির্দেশে পরিকল্পনা করা হয়। সরকার এখন দারিদ্রমুক্ত এবং সারাদেশে বৈষম্য দূরীকরণে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য সব বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। গ্রামের মানুষও যাতে শহরের সুবিধা পায়। সে লক্ষ্যে সরকার কাজ করছে।  ঢাকা যে ৮০ ভাগ জিডিপিতে অবদান রাখে, এটা আদৌও কতো ভাগ রিয়েল তা ভাবার বিষয়। এখানে সুষম বণ্টন নেই। সরকার প্রধান এখন সুষম অবস্থা চাইছেন সারাদেশে। এটির জন্য গ্রাম হবে শহর সেটি ভাবা হচ্ছে। এ ঢাকা শহর উন্নয়নে ভূমি দস্যুরা অগ্রণী ভূমিকা রাখছে।