| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ রাজধানীতে কুরআন হাতে বিক্ষোভ


রাজধানীতে কুরআন হাতে বিক্ষোভ


রহমত নিউজ     07 July, 2023     09:09 PM    


সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননা ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে কুরআন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  বায়তুল মোকাররম পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল  মোড় হয়ে পল্টন মোড়ে এসে মিছিলের সমাপ্তি হয় এ বিক্ষোভ মিছিলের। এসময় মিছিলকারীদের পবিত্র কুরআন হাতে বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘সুইডেনে কুরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। তার প্রমাণ হচ্ছে কুরআনে আগুন দেওয়া।’ সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নেতারা নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আমাদের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিন্দা প্রস্তাব করেননি।’

প্রিন্সিপাল মাদানী বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।’ তিনি সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেবে না দেশের জনগণ। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে দেব না। তাকে আর সময় দেওয়া হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় তাহলে আমরা কি বসে থাকব? আমরা বসে থাকব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’ সমাবেশে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবিতে ৮ জুলাই শনিবার আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, এডভোকেট মশিউর রহমান, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, যুবনতো আল আমিন, মুহাম্মদ ফাইয়াজ প্রমুখ। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।

সমাবেশে বক্তারা আল কুরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সুইডেনে আসলে আল কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। কুরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সুইডেনে হামলার প্রতিবাদ স্বরূপ বিশ্বের মুসলমানরাষ্ট্র প্রধানদেরকে সুইডেনের সাথে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে এবং মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, জারজরাষ্ট্র ইসরালের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে ইসরাইলের বর্বরতা রুখে দাড়াতে হবে। সৌদী আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোতে থাকা ইসরাইলের নাগরিকদেরকে গ্রেফতার করে চাপ প্রয়োগ করতে হবে। সাথে সাথে বিশ্বব্যাপী ইসরাইলের সকল পণ্য বর্জন কর্মসূচি গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন,  সুইডেন বার বার কুরআন পোড়ানোর মত অপকর্ম করেই যাচ্ছে। তারা কুরআন পোড়াচ্ছে না মুসলমানের অন্তর পোড়াচ্ছে। এধরনের গর্হিত কাজ থেকে ফিরে আসতে হবে। সুইডেন রাষ্ট্র প্রধানকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। অপকর্মের হোতা, প্রশাসন এবং যে আদালত অনুমতি দিয়েছে সকলের বিচার করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বলে উঠছে। এ আগুন নিভানো যাবে না। তিনি ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব মোড়লরা কোথায়, ফিলিস্তিনে ঈদের দিন নিরীহ নিরাপরাধ মুসলমান নারী পুরুষ ও শিশুদের হত্যা করছে জাতিসংঘ নির্বিকার। জাতিসংঘ মসুলিম নিধন সংঘে পরিণত হয়েছে। তিনি জাতিসংঘ ও ওআইসি’র তীব্র সমালোচনা করেন।