| |
               

মূল পাতা জাতীয় ঈদের দিনে ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু


ঈদের দিনে ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু


রহমত নিউজ ডেস্ক     29 June, 2023     11:09 PM    


পবিত্র ঈদুল আজহার দিন দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে চারজন, মেহেরপুরে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নরসিংদীর মাধবদী, বগুড়ার শিবগঞ্জ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, রাজবাড়ী ও রংপুরে একজন করে মোট পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সুজন সেখ (৩২), রাব্বি হোসেন (২৪) ও নাটোরের মাসুদ রানা (৩০) ও আয়ান (৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর : মেহেরপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে জিসান হোসেন ও সামিউল ইসলাম বিজয় নামের দুই বন্ধু নিহত হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুরে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান হোসেন মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। জিসান মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদী : নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ জন যাত্রী। নিহত রাকিব নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মাধবদী উপজেলার ভগীরথপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে ঈদের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোস্তফা কামাল (২৭) নামে এক ইমাম নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে ফিরছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে মোকামতলা বন্দরে গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা কামাল শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঈদ্রিস আলীর ছেলে ও স্থানীয় একটি মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকুব্বর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন নিহত বৃদ্ধের ছেলে ও দুই নাতি। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করেছেন। নিহত আকুব্বর আলী আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে। আলমডাঙ্গার ওসমানপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ছেলে ও নাতিদের সঙ্গে দাওয়াত খেয়ে ফিরছিলেন। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বৃদ্ধ ছিটকে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

রাজবাড়ী : রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় সজীব মোল্লা (২৪) নামে এক নৌবাহিনীর কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর সোয়া দুইটার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সজীব নৌবাহিনীতে অফিসার হিসেবে সম্প্রতি চাকরি পেয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। নিহত সজীব কল্যাণপুর নতুনরাস্তা এলাকার লোকমান মোল্লার ছেলে। আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রংপুর : রংপুর মহানগরীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সোয়া আটটার দিকে নগরীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালকের নাম মিনহাজুল ইসলাম। তিনি বগুড়ার আজগার আলীর ছেলে। নগরীর হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সূত্র : ভোরের কাগজ