| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী নির্বাচন এলেই সংখ্যালঘুদের খেলার ঘুঁটি বানানো হয় : রানা দাশগুপ্ত


নির্বাচন এলেই সংখ্যালঘুদের খেলার ঘুঁটি বানানো হয় : রানা দাশগুপ্ত


রহমত নিউজ ডেস্ক     25 June, 2023     10:37 AM    


আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে ব্যাপক মাত্রায় সংখ্যালঘু নির্যাতনের আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, অতীতে যে কোনো নির্বাচনের আগে-পরে একটি বিশেষ মহল সংখ্যালঘুদের টার্গেট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে। তাদের লক্ষ্য একটাই– দেশটাকে সংখ্যালঘুশূন্য করা। তাই আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে আমরা উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও এ আশঙ্কার কথা উল্লেখ করে বলেছি, নির্বাচনের আগে আমাদের বড় ভয় হয়। কারণ নির্বাচন এলেই বাংলাদেশের সংখ্যালঘুদের খেলার ঘুঁটি বানানো হয়। এ অবস্থা রোধ করতে হলে অবশ্যই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠনসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

শনিবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য যোসেফ সুধীন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি অতুল চন্দ্র মণ্ডল প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা