| |
               

মূল পাতা জাতীয় কোরবানি পশুর বর্জ্য জৈব সারে রূপান্তরের দাবি


কোরবানি পশুর বর্জ্য জৈব সারে রূপান্তরের দাবি


রহমত নিউজ ডেস্ক     24 June, 2023     08:33 AM    


কোরবানির ঈদে ঢাকা শহর ময়লার ভাগাড়ে পরিণত হয়। পশুবর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সারে রূপান্তর করলে রাসায়নিক সারের প্রভাব কমে যাবে। এতে মাটির গুনাগুণ বহুমাত্রায় বাড়বে।

শুক্রবার (২৩ জুন) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কোরবানি ঈদে পরিবেশ সুরক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এ সময় কোরবানি ঈদে যত্রতত্র পশুর হাট বসানো বন্ধ রাখাসহ ৬ দফা সুপারিশ তুলে ধরা হয়। এ ছাড়া নির্ধারিত স্থানে পশুর হাট নিশ্চিত, দ্রুত বর্জ্য নিয়মিত অপসারণ, এলাকাভিত্তিক নির্ধারিতস্থানে কোরবানির ব্যবস্থা ও পশু জবাইয়ের স্থায়ী কেন্দ্র স্থাপনের দাবিও জানানো হয়।

বাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য জাকির হোসেন, আমিনুর রসুল বাবুল, ড. মাহবুব হোসেন, ইবনুল সাঈদ রানা প্রমুখ।