মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ার প্রথম হাইড্রোজেন বোমা নির্মাতার আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক 22 June, 2023 07:23 PM
নিজের বাড়িতেই ৯২ বছর বয়সে আত্মহত্যা করেছেন রাশিয়ার অন্যতম পরামণু বিজ্ঞানী গ্রিগরি ক্লিনিশভ। তিনিই দেশটির প্রথম টু-স্টেজ হাইড্রোজেন বোমার অন্যতম নির্মাতা। খবর মস্কো টাইমস।
বুধবার (২১ জুন) জানানো হয়, গত শনিবার গ্রিগরি ক্লিনিশভের মরদেহটি খুঁজে পান তার ৬৭ বছর বয়সী মেয়ে। পাশে একটি সুইসাইড নোটও ছিল। স্ত্রীর মৃত্যু ও নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে লিখে গেছেন গ্রিগরি ক্লিনিশভ।
সোভিয়েত এই পরমাণু বিজ্ঞানী ১৯৫৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো দুই স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা আরডিএস-৩৭ এর পরীক্ষা চালিয়েছিলেন।