| |
               

মূল পাতা ইসলাম হজ্জ ও উমরা আদায়কারীরা যা ভুল করে থাকেন


হজ্জ ও উমরা আদায়কারীরা যা ভুল করে থাকেন


ড. মুহাম্মদ হারুন আযিযী নদভী     21 June, 2023     09:29 AM    


ইহরামের বেলায় ভুল-
১. মীকাতের পূর্ব থেকে ইহরার বাঁধা। 
২. ইহরাম বিহীন অবস্থায় মীক্বাত ত্যাগ করা। 
৩. ইহরামের জন্য বিশেষ কোন ছালাত আছে বলে মনে করা। 
৪. প্রথম তাওয়াফ ব্যতীত অন্য কোন স্থানে ডান হাত খোলা রাখা। 
৫. ‘আল্লাহূম্মা ইন্নি উরীদুল উমরাতা’ বলে নিয়ত করা।

তালবিয়ার বেলায় ভূল-
১. উচ্চস্বরে তালবিয়া পাঠ না করা। 
২. সুর মিলিয়ে তালবিয়া পাঠ করা। 
৩. বায়তুল্লাহ দেখার পূর্বেই তালবিয়া বন্ধ করে দেয়া।

তাওয়াফের বেলায় ভূল-
১. হাজরে আসওয়াদ ব্যতীত অন্য স্থান থেকে তাওয়াফ শুরূ করা।
২. প্রচলিত শব্দ ’আল্লাহুম্মা ইন্নি উরীদু আন আতুফা বায়তাকা’ বলে তাওয়াফ আরম্ভ করা। 
৩. হাজরে আসওয়াদকে চুমা দিতে কিংবা স্পর্শ করতে না পারলে হাতে ঈঙ্গিত করে হাতকে চুমা দেয়া। 
৪. রমলের জন্য দৌড়া। 
৫. প্রথম তাওয়াফের প্রতি চক্করে রমল করা। 
৬. প্রতি চক্করের জন্য বিশেষ কোন দু’আ আছে মনে করা। 
৭. হাজরে আসওয়াদকে চুমা দেয়ার জন্য ভীড় করা। 
৮. হিজরে ইসমাঈল তথা হাতীমের ভিতর দিয়ে তাওয়াফ করা। 
৯. কা’বা ঘরের চতুর্পাশ্বের রুকণসমুহ কিংবা দেয়ালে হাত লাগানো। 
১০. এত উচ্চ স্বরে দু’আ-দরুদ পড়া যাতে অন্যদের খুশু-খুজু নষ্ট হয়।

সাঈর বেলায় ভুল-
১. ছাফা-মারওয়ায় চড়ার পর তাকবীর করার সময় কা’বার দিকে এমনভাবে ইঙ্গিত করা যেমন নামাযের তাকবীরের সময় করে থাকে। 
২. সম্পূর্ণ চক্করে দৌড়া। 
৩. চক্কর গুলোতে বিশেষ দু’আ পাঠ করা।

আরাফায় অবস্থানের ক্ষেত্রে ভূল-
১. আরাফার স্বীমার বাইরে অবস্থান করা। 
২. সূর্যাস্তের পূর্বে আরাফা ত্যাগ করা।
৩. জবলে রহমতে চড়ার জন্য ভীড় করা।
৪. কা’বার পরিবর্তে জবলে রহমতের দিক হয়ে দু’আ করা।

মুযদালিফায় অবস্থানের ক্ষেত্রে ভূল-
১. মুযদালিফায় পৌছার সাথে সাথে প্রথমে ছালাত আদায় না করে কংকর কুড়াতে লেগে যাওয়া।
২. কংকর পানি দ্বারা দৌত করা।

কংকর নিক্ষেপের বেলায় ভূল-
১. কংকর নিক্ষেপের সময় শয়তানকে মারছে বলে ধারণা করা। 
২. বড় কংকর বা জুতা অথবা কাঠ ইত্যাদি নিক্ষেপ করা। 
৩. কংকর নিক্ষেপের জন্য ভীড় করা এবং মানুষকে কষ্ট দেয়া। 
৪. সব কংকর একবারে নিক্ষেপ করা। 
৫. নিক্ষেপের শক্তি থাকা সত্বেও ভীড়ের ভয়ে অন্যকে প্রতিনিধি নিযুক্ত করা।

লেখক : মুহাদ্দিস, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর, চট্টগ্রাম