| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ; কমলো পরীক্ষা ফি


বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ; কমলো পরীক্ষা ফি


রহমত নিউজ ডেস্ক     14 June, 2023     09:12 PM    


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে খাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কওমী মাদরাসা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা হতে মারহালা বিশেষে ২০-২৫% পর্যন্ত পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ/০২ শাবান ১৪৪৫ হিজরি/৩০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার নির্ধারণ করা হয়। পরীক্ষার কার্যক্রমসহ বেফাকের সকল উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন বেফাকের মজলিসে খাসের সদস্যবৃন্দ।

বুধবার (১৪ জুন) বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মুফতি জাফর আহমাদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি মনসুরুল হক, মাওলানা রুহুল আমীন খান উজানবী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নির্বাহী সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী প্রমুখ।