| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামায়াত সভা-সমাবেশ করার অধিকার রাখে: তথ্যমন্ত্রী


ফাইল ছবি

নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামায়াত সভা-সমাবেশ করার অধিকার রাখে: তথ্যমন্ত্রী


রহমত নিউজ     11 June, 2023     09:08 PM    


জামায়াতসহ যেকোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ করার অধিকার রাখে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জামায়াত তো নিষিদ্ধ দল নয়। যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে।

রোববার (১১ জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শনিবার সমাবেশে থেকে জামায়াত নেতারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো আসলে বিএনপির বক্তব্য। সমাবেশ থেকে জামায়াত নির্বাচন প্রতিহত করার কথা বলেছে। যেমনটা করে তারা ২০১৪ সালে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতি পুনরাবৃত্তি করতে দেবে না। তাদের (জামায়াত) সুযোগ দিলে তারা কী করতে পারে, সেটি গতকাল তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। এটি পরিষ্কার করারও প্রয়োজন ছিল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এ সময় সব রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করাটা স্বাভাবিক। কিন্তু বিএনপি-জামায়াতের উদ্দেশ্য তা নয়।

তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।