| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী


হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী


রহমত নিউজ     03 June, 2023     05:22 PM    


উম্মুল মাদারিস খ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামীম (মহাপরিচালক) হিসাবে নিযুক্ত হয়েছেন মুফতী খলীল আহমদ কাসেমী। 

শনিবার (৩ জুন) হাটহাজারী মাদরাসার শূরা বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে মুহতামিম হিসেবে নিযুক্ত করা হয়। হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন।

মুফতী খলীল আহমদ কাসেমী হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি  রহমাতুল্লাহি আলাইহির নাতি।

উল্লেখ্য,  শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার ইন্তিকালে মুহতামীম পদটি শূন্য হয়। পরে নিয়ম অনুযায়ী শূরা বৈঠকে সর্বসম্মতিক্রমে মুফতী খলীল আহমদ কাসেমীকে মুহতামীম হিসাবে নিযুক্ত করা হয়।