| |
               

মূল পাতা আন্তর্জাতিক স্কুলে নামায আদায়ে নিষেধাজ্ঞা, কানাডীয় মুসলিম সংগঠনের মামলা   


স্কুলে নামায আদায়ে নিষেধাজ্ঞা, কানাডীয় মুসলিম সংগঠনের মামলা   


আন্তর্জাতিক ডেস্ক     21 May, 2023     09:30 AM    


কানাডার কুইবেগ রাজ্যের স্কুলগুলোতে নামায আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি অসংবিধানিক উল্লেখ করে আদালতে মামলা করেছে কানাডার মুসলিম সংগঠনসমূহ। এর মধ্যে রয়েছে, মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা, কানাডিয়ার মুসলিম ফোরাম এবং স্থানীয় আরও চারটি সংগঠন।  খবর মিডল ইস্ট আই

সংগঠনগুলোর পক্ষ থেকে এ সপ্তাহে কুইবেক কোর্টে মামলা করা হয়েছে। আদালতকে তারা জানিয়েছে, স্কুলে নামায আদায়ে নিষেধাজ্ঞা জারি করা অসাংবিধানিক এবং দ্রুত এ আদেশ প্রত্যাহার করতে হবে। 

মুসলিম সংগঠনগুলো দাবি করেছে, স্কুলে নামায আদায়ে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে কানাডিয়ান নীতি ও আদর্শ এবং স্বাধীনতা খর্ব হয়েছে। 

কানাডার দুটি স্কুলে নামায আদায়ে অনুমতি দিচ্ছে এমন কথা শোনার পর গত ১৯ এপ্রিল কানাডার শিক্ষামন্ত্রী বার্নার্ড ড্রেইনবিল এ আদেশ দেন। 

ড্রেইনবিল বলেন, স্কুল কোনো ধর্মীয় কার্যক্রমের স্থান হতে পারে না। এখানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দেওয়া হয়। কানাডার সিনেট কমিটি গত মাসে এক রিপোর্টে জানায়, ইসলাম বিদ্বেষীরা গভীরভাবে কানাডার সমাজের সঙ্গে মিশে গেছে। এর ফলে কালো হিজাব পরা নারী বেশি হুমকির মুখে পড়ছে।