| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কয়েক ডজন ইসরাইলি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থি হ্যাকারদের হামলা


কয়েক ডজন ইসরাইলি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থি হ্যাকারদের হামলা


মুসলিম বিশ্ব ডেস্ক     17 April, 2023     09:31 AM    


ইহুদিবাদ ইসরাইলের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং ইনস্টিটিউশনের কয়েক ডজন ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থি হ্যাকাররা হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যা ও অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানানো হয়।

হিব্রু ভাষার পত্রিকা ‘ইসরাইল হাইয়ুম’ জানিয়েছে, ইসরাইলের অন্তত সাতটি ওয়েবসাইট গত দুই দিনে হ্যাকিংয়ের কবলে পড়েছে যাতে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে।

খবর বলা হয়েছে, ইসরাইলি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি কলেজ পর্যন্ত সাইবার হামলার কবলে পড়ে।

সাইবার হামলা মোকাবেলার জন্য ইহুদিবাদী ইসরাইল এর আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি নিযুক্ত করেছে তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের হামলায়।

-পার্সটুডে