| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন একনজরে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল


একনজরে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল


জামিল আহমদ     15 April, 2023     12:36 AM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪৪১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী 282927 জন। মোট অনুপস্থিতির সংখ্যা 11621। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি নেয়ামতুল্লাহ ফরিদী, মনিটরিং কমিটির মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা নূর আহমদ কাসেমসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

একনজরে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল, মারহালাভিত্তিক পরিক্ষার্থীর সংখ্যা, বিভাগ বিন্যাস ও পাসের হার

একনজরে ফযীলত মারহালা

মোট পরীক্ষার্থী ৩৬৫৬৩ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ১৩০৩। মুমতায (স্টার মার্ক) ১৬৯৬ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮৭৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৯০৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ১১৭৬৭ জন। মোট পাস ২৮৩৭৩। পাসের হার ৮০.১৩%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ১৭৮৪৪, অনুপস্থিতির সংখ্যা ৬১২। মুমতায (স্টার মার্ক) ১২৯৯ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৩৫১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৫০১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৪৪৯৪ জন। মোট পাস ১৩৮০৮। পাসের হার ৮০.১৩%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ২১৭১৯, অনুপস্থিতির সংখ্যা ৬৯১। মুমতায (স্টার মার্ক) ৩৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ২৩৬৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৫৩১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭২৭০ জন। মোট পাস ১৪৫৬৫ জন। পাসের হার ৬৯.২৬%।

একনজরে সানাবিয়া উলইয়া মারহালা

মোট পরীক্ষার্থী ৪৪২০০ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ১৫২৯ মুমতায (স্টার মার্ক) ২২৮৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৯০০ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৭৪৫৫ জন। মাকবুল (৩য় বিভাগ) ১২৯১১ জন। মোট পাস ২৭৫৫৩। পাসের হার ৬৪.৫৭%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ১৬১৭৬, অনুপস্থিতির সংখ্যা ৫২০ মুমতায (স্টার মার্ক) ১৮৩২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৩১০৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৩৩১৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩৮৯০ জন। মোট পাস ১২১৪২ পাসের হার ৭৭.৫৫%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ২৮০২৪, অনুপস্থিতির সংখ্যা ১০০৯ জন। মুমতায (স্টার মার্ক) ৪৫৫ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৭৯৩ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪১৪২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯০২১ জন। মোট পাস ১৫৪১১। পাসের হার ৫৭.০৫%।

একনজরে মুতাওয়াসসিতাহ মারহালা

মোট পরীক্ষার্থী ৭৩০৫ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ২৬৯৫ জন। মুমতায (স্টার মার্ক) ১০২৫৪ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৩৮৫৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৪৬৯৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ১৫৮৭৬ জন। মোট পাস ৫৪৬৮৯ জন। পাসের হার ৭৭.৭২%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ২৩৯৩৭ জন, অনুপস্থিতির সংখ্যা ৯৬৫ জন। মুমতায (স্টার মার্ক) ৭০১২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮৮৬ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪১৪০ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩৬৬৯ জন। মোট পাস ২০৭০৭ জন। পাসের হার ৯০.১৪%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ৪৯১১৭ জন, অনুপস্থিতির সংখ্যা ১৭৩০ জন। মুমতায (স্টার মার্ক) ৩২৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৭৯৬৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১০৫৫৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ১২২০৭ জন। মোট পাস ৩৩৯৭৬। পাসের হার ৭১.৭০%।

একনজরে ইবতিদাইয়্যাহ মারহালা

মোট পরীক্ষার্থী ৯৩৫১৩ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ৪৫৩৫। মুমতায (স্টার মার্ক) ১০২৮৪ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৩১৮০ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৩১৩৪ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩০৩৬৯ জন। মোট পাস ৬৬৯৬৭। পাসের হার ৭৫.২৬%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ৩১৪৯১, অনুপস্থিতির সংখ্যা ১৮৫৮। মুমতায (স্টার মার্ক) ৬৮০৫ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮০৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪২৪৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৩৫৮ জন। মোট পাস ২৪২১০। পাসের হার ৮১.৭০%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ৬২০২২, অনুপস্থিতির সংখ্যা ২৬৭৭। মুমতায (স্টার মার্ক) ৩৪৭৯ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৭৩৭৬ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৮৮৯১ জন। মাকবুল (৩য় বিভাগ) ২৩০১১ জন। মোট পাস ৮১৭৫৭। পাসের হার ৭৫.২৬%।

একনজরে ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত মারহালা

মোট পরীক্ষার্থী ১৩৪৫ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ৫২। মুমতায (স্টার মার্ক) ১১৯ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৪৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৩৪৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ২৬৩ জন। মোট পাস ১১৭৫। পাসের হার ৯০.৮৭%।

একনজরে হিফযুল কুরআন মারহালা

মোট পরীক্ষার্থী ৩০১৮৭ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ১৩৮৬। মুমতায (স্টার মার্ক) ১০২৮৪ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৩১৮০ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৩১৩৪ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩০৬৯ জন। মোট পাস ৬৬৯৬৭। পাসের হার ৭৫.৩৬%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ৩১৪৯১, অনুপস্থিতির সংখ্যা ১৮৫৮। মুমতায (স্টার মার্ক) ১৩৮৬২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৯৯৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪২৩৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩৭২৮ জন। মোট পাস ২৬৮২৩। পাসের হার ৯৩.১৩%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ১০৬৫, অনুপস্থিতির সংখ্যা ১২১। মুমতায (স্টার মার্ক) ৪২০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৬১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৬৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১৫২ জন। মোট পাস ৮৭৬। পাসের হার ৯২.৮০%।