| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ভারত-বাংলাদেশের মৈত্রীর মধ্যে অনেকে ফাটল ধরাতে চায় : আমু


ভারত-বাংলাদেশের মৈত্রীর মধ্যে অনেকে ফাটল ধরাতে চায় : আমু


রহমত নিউজ ডেস্ক     29 March, 2023     02:40 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে। ভারত এবং বাংলাদেশের মৈত্রীর মধ্যে এখন অনেকে ফাটল ধরাতে চায়। সে ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

আজ(২৯ মার্চ) বুধবার রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ়তা ও অটুট হয়েছে। বাংলাদেশের পাশে সবসময় থাকবে ভারত।