| |
               

মূল পাতা জাতীয় কমেছে হজ্বের খরচ, বেড়েছে নিবন্ধনের সময়


কমেছে হজ্বের খরচ, বেড়েছে নিবন্ধনের সময়


রহমত নিউজ     22 March, 2023     04:58 PM    


চলতি বছর হজ্বের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজ্বযাত্রী নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জন্য সৌদি আরব মিনার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে আগের ফি অনুযায়ী নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

এ ছাড়া হজ্ব নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজ্যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখনও নির্ধারিত কোটা পূরণ হয়নি। নিবন্ধনের বাকি এখনও সাড়ে ১১ হাজার।