| |
               

মূল পাতা সারাদেশ জেলা ‘সরকার যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি করছে’


‘সরকার যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি করছে’


রহমত নিউজ ডেস্ক     16 March, 2023     10:07 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ তা পূরণ করতে দেবে না। 

আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মহিউদ্দিনের পরিচালনায় গণ-সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জামেয়া ওসমানিয়া চাটখিলের শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আছেম, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, জামেয়া আবু হানিফার পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, ইশাতুল উলুম লুধুয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা হারুনুর রশিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, জামেয়া ইসলামিয়া মারকাজুল উলূমের অধ্যক্ষ মাওলানা মুহা. ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি ডা. নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক  সভাপতি মাওলানা নূরুল করীম আকরাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনবাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি এইচ এম হাবিবুর রহমান প্রমুখ।  

সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর  বলেন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করম্নন এবং জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে চলমান কলঙ্ক থেকে মুক্তি দিন। সরকারের বিগত বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। সরকারি হিসাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতোমধ্যে ৪০ বিলিয়ন ডলারের নিচে। ফলে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও ঋণপত্র খুলতে পারছে না সরকার। জ্বালানির সঙ্কট মূলত সেখান থেকেই। বর্তমান শিক্ষামন্ত্রী  ইসলাম, ঈমান বিধ্বংসী ও ইতিহাস বিকৃতকারী সিলেবাস এদেশেবাসির উপর চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরমভাবে অসহায় হয়ে পড়েছে। বারবার নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না, আর এর খেসারত দিচ্ছে জনগণ। বারবার তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রতি সরকারের কোন প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর