রহমত নিউজ ডেস্ক 15 March, 2023 03:49 PM
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ডেটলাইন দিয়ে কাজ করা সম্ভব হবে না। হাওরে বাঁধ নির্মাণে প্রকৃতির উপর নির্ভর করতে হয়। আমাদের কাছে থাকা প্রতিবেদন অনুযায়ী সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। কাজ ফিনিশিংয়ে কোনো শেষ নেই। বাঁধে ঘাস লাগানো শেষ হলে আমরা সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলে মনে করি।
আজ(১৫ মার্চ) বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তর খানম, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫৮টি হাওরে এবার ১ হাজার ৬৩টি প্রকল্পে ৭৪৫ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এই কাজের নির্ধারিত সময় শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরপর সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়। কিন্তু এখনো পুরো কাজ শেষ হয়নি। এবার বাঁধের কাজে প্রাক্কলন ধরা হয়েছে ২০৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।