| |
               

মূল পাতা জাতীয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু


মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু


রহমত নিউজ     15 March, 2023     10:27 AM    


মেট্রোরেলের আরো দুটি স্টেশন চালু করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেয়া হয়। আজ থেকে এই স্টেশনটিতে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবেন।

এর আগে, গতকাল (১৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে নতুন দুই স্টেশন চালুর কথা জানান।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়।

মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।