রহমত নিউজ ডেস্ক 14 March, 2023 11:17 PM
উর্দু নাশিদশিল্পী হিসেবে দেশজুড়ে এখন এক নামে পরিচিতি শেখ এনামের। গত কয়েক বছরে ঐতিহ্যবাহী উর্দু নাশিদ গেয়ে পেয়েছেন তারকাখ্যাতি। কারবালার ঘটনা নিয়ে রচিত কালজয়ী নাশিদ ‘মুজে কুফা ওয়ালো’ দিয়ে শুরু, তারপর একে একে কাভার করেছেন ‘তু রাজে কুন ফাকান’, 'ইশক কি রাঙ', ‘এক রোজ মোমিনও...’, ‘ফাসেলোঁ কো তাকাল্লুফ’, ‘ওহ মেরে নাবী হ্যায়’-সহ বিগত কয়েক দশক ধরে উর্দু নাশিদপ্রেমীদের মুখে মুখে ফেরা অনেকগুলো জনপ্রিয় সংগীত। ভিডিও শেয়ারিং প্লাটফর্মগুলোতে তাঁর গাওয়া প্রায় নাশিদেরই ভিউ কয়েক মিলিয়ন ক্রস করে।
তন্মধ্যে 'ইশক কি রঙ' নাশিদটি ইউটিউব ও ফেসবুক প্রচারণায় ১ কোটিরও বেশি দর্শক ইতিমধ্যে শুনেছেন। তাঁর কাভারের কল্যাণে দুই বছরেরও বেশি সময় ধরে দেশের ধর্মীয় সভা-সমাবেশ কিংবা যেকোনো ইভেন্ট আয়োজনে নাশিদটি নতুন আঙিকে চর্চিত হয়ে আসছে।
চমৎকার গায়কী আর দিলজোড়ানো কণ্ঠ দিয়ে কেবল সাধারণ শ্রোতাদেরই মনজয় করেননি, আদৃত হচ্ছেন ধর্মীয় ঘরানার বোদ্ধা সমাজেও। দেশখ্যাত আলেম-উলামার স্নেহধন্য হয়েছেন নিজের গায়কীর কল্যাণে। বিশেষায়িত নাশীদ প্রোগ্রাম ছাড়াও দেশের বড় বড় মাহফিল-মঞ্চ এমনকি শীর্ষ আলেমদের বিশেষ মজলিশেও নাশিদের জন্য তাঁর ডাক পড়ে।
উর্দু নাশিদের কল্যাণে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই তারকাগায়েন সম্প্রতি বাংলায় গেয়েছেন একটি নাতে রাসুল। ‘রওজা পাকের ঘ্রাণ’ শিরোনামের প্রশস্তিগীতিটির কথা লিখেছেন গীতিকার মুহাম্মদ রাইহান। সুর বেঁধে দিয়েছেন আরেক জনপ্রিয় নাশিদতারকা উসতাদ আহমদ আবদুল্লাহ।
১২ মার্চ সন্ধ্যায় শেখ এনামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে একযোগে প্রচারিত হয়েছে সংগীতটি। হৃদয়গলানো কথা ও সুরের নতুন এ রাসুলপ্রশস্তি শেখ এনামের দিলজোড়ানো গায়কী ও দরদি কণ্ঠে যেন আরও মোহন আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। ইতিমধ্যে কয়েক লাখ শ্রোতা গানটি শুনেছেন। আদৃত হচ্ছে বোদ্ধা সংগীতপ্রেমীদের কাছেও।