| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ১৫ মার্চে জবির একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা 


১৫ মার্চে জবির একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা 


শফিকুল ইসলাম,জবি প্রতিনিধি     09 March, 2023     11:30 PM    


২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছে থাকবে কিনা সে বিষয়ে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৫ মার্চ বুধবার দুপুর ২:৩০ মিনিটে উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে তাঁর সভা কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল-এর ৬৪-তম সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশেষ এই সভার দিন-সময় নির্ধারণ করা হয়। এর আগে দুইবার  তারিখ দিয়ে একের পর এক পরিবর্তন করা হলে সেই  নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। 

নীল দলের একাংশের সভাপতি নূর ই আলম আব্দুল্লাহ বলেন, নীলদল সবসময়ই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিপক্ষে। জবি নীলদল জবি শিক্ষক সমিতিরই অংশ। জবি শিক্ষক সমিতির সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমরা আমাদের সিদ্ধান্তে অটল, এবার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে  না পারে আর কখনোই পারবে না। গুচ্ছে দিন দিন বিশ্ববিদ্যালয়ের নাম ও মান কমে যাচ্ছে।