মফস্বল ডেস্ক 20 January, 2023 10:58 AM
ছারপোকার ওষুধের প্রভাবে চট্টগ্রামে রহিমা আক্তার ও ফজিলা আক্তার নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি পিরোজপুর জেলার মঠাবাড়িয়ার উপজেলায়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা গেছে. চট্টগ্রাম নগরীর বন্দরটিলায় দুই বোনের বসবাস। তারা দু’জনই একটি পোশাক কারখানায় কাজ করত। অন্যান্য দিনের মত বুধবার রাতে তারা কর্মস্থল থেকে এসে ঘুমানোর আগে ছারপোকার ওষুধ ছিটান। গভীর রাত থেকেই তাদের দুজনেই শ্বাস কষ্ট শুরু হয়। বড় বোন নাজমা বৃহস্পতিবারসকালে দ্রুত তাদের বন্দরটিলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে ফজিলা ও বিকাল ৪টায় রহিমা মারা যান।
এ ব্যাপারে পাচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুই বোনের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।