রহমত নিউজ ডেস্ক 17 January, 2023 09:31 PM
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব।
আজ (১৭ জানুয়ারি) মঙ্গলবারদুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান তারা। এ সময় সংগঠনের সভাপতি এ কে আজাদসহ নোয়াবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, পত্রিকার খরচ বিজ্ঞাপন দিয়ে মিটছে না, অপরদিকে সরকারি বিজ্ঞাপন কমেছে বলে জানান তারা। এর ফলে সংবাদপত্র শিল্প ক্রমেই রুগ্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় পত্রিকার কাঁচামাল আমদানি শুল্ক ১৫ শতাংশ নেয়া হচ্ছে, এই শুল্ক ৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। সংবাদপত্র শিল্পের বিদ্যমান বিভিন্ন সংকট ও সমস্যার কথা ওবায়দুল কাদেরের কাছে তুলে ধরেন নোয়াব নেতারা।
নোয়াব নেতাদের বক্তব্য শোনার পর, সংবাদপত্রের সংকটগুলো নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনসহ গণমাধ্যমবিষয়ক আইন এবং এর অপব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।