| |
               

মূল পাতা জাতীয় আমরা চাই দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক: প্রধানমন্ত্রী 


আমরা চাই দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক: প্রধানমন্ত্রী 


রহমত নিউজ     16 January, 2023     01:27 PM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ইমামদের প্রশিক্ষণ দিয়েছি। কম্পিউটার শিক্ষা দিয়েছি। সব সময় চেষ্টা করি, সম্মান যেন উঁচুতে থাকে। জাতির পিতার সেই আদর্শ মাথায় রেখে কাজ করি। ’

সোমবার (১৬ জানুয়ারি)  দুপুরে ভার্চুয়ালি ৫০টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ২০২১ সালের ১০ জুন প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। মানুষ আলেমদের প্রতি সহনশীল। অন্ধকার, অশিক্ষা, হানাহানি দূর করে যেন আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে- সেটাই আমাদের শিক্ষা। ’ 

তিনি বলেন, ‘আমরা যেন অসাম্প্রদায়িক চেতানায় সোনার বাংলাদেশ হিসেবে দেশকে গড়তে পারি, সে  লক্ষ্যে কাজ করতে হবে। ’  

সন্ত্রাসবাদের বিপক্ষে জনসচেতনা সৃষ্টির আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যেন আমাদের ছেলেমেয়েরা বিরত থাকে। এগুলো জড়ালে ইসলামের বদনাম হয়। এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে অভিভাবকদের পাশাপাশি আলেমরা অবদান রাখতে পারেন। ’