রহমত নিউজ 15 January, 2023 03:36 PM
বিশ্ব মন্দার মধ্যেও সময় উপযোগী পদক্ষেপ নেয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার মধ্যে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এর জন্য বিশেষ প্রণোদনা দেয় সরকার। যার সুফল পেয়েছেন সকল পেয়েছেন সকল স্তরের ব্যবসায়ীরা।
রোববার (১৫ জানুয়ারি) ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- বিএবির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। সৌজন্য সাক্ষাতে এসে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণের জন্য আশ্রয়ণ প্রকল্পে ৩৬টি ব্যাংক অনুদান হিসেবে ১১৩ কোটি ২৫ লাখ টাকা দেয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সামর্থ্যবানদেরও। বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। এটিই আমাদের লক্ষ্য।