| |
               

মূল পাতা জাতীয় বিশ্ব ইজতেমায় নগদ দেনমোহরে যৌতুকবিহীন শতাধিক বিয়ে 


বিশ্ব ইজতেমায় নগদ দেনমোহরে যৌতুকবিহীন শতাধিক বিয়ে 


রহমত নিউজ     14 January, 2023     08:18 PM    


টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শতাধিক  নগদ দেনমোহরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় বিশেষ আকর্ষণ ছিল এ বিয়ে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির ইবনে মুসলিম সাংবাদিকদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের মাওলানা মো. জোহায়রুল হাসান ইজতেমা ময়দানের পশ্চিম-উত্তর দিকের দোয়া মঞ্চে এ বিয়ে পড়ানো হয়। 

বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসুল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়।

মাওলানা জহির ইবনে মুসলিম বলেন, মূল মঞ্চে বর ও কনে পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে যৌতুকবিহীন শতাধিক গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।