| |
               

মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৫ 


করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৫ 


রহমত নিউজ     13 January, 2023     07:40 PM    


করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জনে। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৩০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।