রহমত নিউজ 13 January, 2023 09:41 PM
গতকাল এক নির্বাহী আদেশে সরকার ১ জানুয়ারি ২০২৩ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ১৯ পয়সা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এ নিয়ে গত ১৪ বছরে ১১বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শুক্রবার (১৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেমন আকাশছোঁয়া অন্যদিকে সংসারের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এমতাবস্থায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে এর মারাত্মক প্রভাব সৃষ্টি করবে। কয়েক মাস আগে আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে। এর প্রভাবে ইতিমধ্যে বাসাভাড়া বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বৃদ্ধি পেয়েছে। শ্রমজীবি-খেটেখাওয়া অনেক মানুষ ইতিমধ্যে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। সরকারকে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রের পেছনে বছরে ১০ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় ও সিস্টেম লসের নামে বছরে ২ হাজার কোটি টাকা মূল্যের বিদ্যুৎ চুরি বন্ধ করলে বিদ্যুতের দাম অনেক কমানো সম্ভব হবে।