| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি, ৬ বছরের বালক আটক 


যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি, ৬ বছরের বালক আটক 


আন্তর্জাতিক ডেস্ক     08 January, 2023     02:46 PM    


যুক্তরাষ্ট্রে শিক্ষককে শিক্ষককে গুলি করার পর ৬ বছরের বালককে আটকে করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

শ্রেণিকক্ষে পাঠদানের সময় ওই শিক্ষকের ওপর গুলি চালায় শিশুটি। এতে সে গুরুত্বর আহত হয়। এ ঘটনার পর শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়েছে। ভার্জিনিয়ার রিচনেক প্রাথমিক স্কুল জানায়, এ ঘটনায় কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।

স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রিউ সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্ত ছয় বছর বয়সী শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়।

পুলিশ জানায়, ৩০ বছর বয়সী ওই শিক্ষক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের স্কুল বিভাগের তত্ত্বাবধায়ক জর্জ পার্কার বলেন, ‘আমি হতবাক, এবং আমি হতাশ। তরুণদের কাছে বন্দুক না থাকা নিশ্চিত করতে আমাদের সবার সমর্থন প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রে স্কুলগুলোতে বন্ধুক হামলার ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু নিহত হয়।