| |
               

মূল পাতা আন্তর্জাতিক জাপানের সমুদ্রসীমায় পরপর ৩টি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া


জাপানের সমুদ্রসীমায় পরপর ৩টি ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক     31 December, 2022     10:46 AM    


বছরের শেষ দিনেও ৩টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (৩১ ডিসেম্বর) নিজ সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ পাওয়ার তথ্য নিশ্চিত করে জাপান। খবর আল জাজিরার

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পিয়ংইয়ং এর কাছেই চালানো হয়েছে এ পরীক্ষা। প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল ৮টায় ছোড়া হয়। ১৫ মিনিট পরই বাকি দুটি মিসাইল পরপর ছোড়ে উত্তর কোরিয়া।

প্রাথমিকভাবে বিমান এবং সমুদ্রে থাকা জাহাজ-নৌযানের প্রতি সতর্কতা জারি করে টোকিও। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিসাইলগুলো সবই স্বল্প-পাল্লার, এমনটা নিশ্চিত করেছে জাপান।

চলতি বছর ৭০টির মতো মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। একদিনেই ছোড়া হয়েছিল রেকর্ড ২৩টি ক্ষেপণাস্ত্র। ধারণা করা হয়, এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল। যা, জাপান উপকূলে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।