মূল পাতা আন্তর্জাতিক সাগরে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক 26 December, 2022 12:29 PM
সাগরে কয়েক সপ্তাহ ধরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে আশঙ্কা প্রকাশ করে। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। মৃত্যু হয়েছে সবার। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, সেই বিষয়ে কিছু জানায়নি ইউএনএইচসিআর।
এর আগে গত সপ্তাহে ভারতীয় উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। নৌকাটিতে অন্তত ১০০ জন ছিলেন। তাদের অন্তত ২০ জন ক্ষুধা-তৃষ্ণায় মারা যান। এছাড়া চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী।