মূল পাতা শিক্ষাঙ্গন কাল দারুল আজহার মডেল মাদরাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান
রহমত নিউজ ডেস্ক 16 December, 2022 07:17 PM
দারুল আজহার মডেল মাদরাসার হিফজুল কুরআন কম্পিটিশন ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ( ১৭ ডিসেম্বর) শনিবার, সকাল ১০টা রাজধানীর উত্তরা ৪নং সেক্টরস্থ মেইন ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বিশ্ব নন্দিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, উস্তাযুল হুফফাজ, শাইখুল কুররা হাফেজ মাওলানা ক্বারী নাজমুল হাসান। সভাপতিত্ব করবেন, দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডেইলি সিগনেচারের প্রধান সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, জামিয়া নূরীয়া ইসলামীয়া টঙ্গীর মুহাদ্দিস ও বাইতুস সাফা জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ শরীফ, দারুল উলুম আজমপুরের মুহতামিম মাওলানা আরিফ হক্কানী (ঢাকার হুজুর), দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা শরীফুল ইসলাম, দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারী ও দারুল আজহার মডেল মাদরাসা দক্ষিণখান ক্যাম্পাসের পরিচালক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক হাসান, দক্ষিণখান মাদরাসাতুর রহমান আল আরাবিয়্যাহ‘র মুহাদ্দিস মাওলানা শাহাদাত হোসাইন,ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লোকমান হোসাইন সাইফী, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীর প্রধান পরিচালক মাওলানা কাউসার আহমাদ সোহাইল।
বিশেষ আকর্ষণ :সংগীত পরিবেশন করবেন, দাবানল শিল্পী গোষ্ঠী ও আজহার শিল্পীগোষ্ঠী