রহমত নিউজ 12 December, 2022 10:35 AM
একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। বিএনপির দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায়
এ প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে আজ রোববার রাতে আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
আসনগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও সংরক্ষিত নারী আসন ৫০। আগামী ৯০ দিনের মধ্যে এসব আসনে উপনির্বাচন করতে হবে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগেই বলেছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে। তাঁর সইটি স্ক্যান করা বিধায় এটি গ্রহণ করা হবে না। তাঁকে আবার পদত্যাগপত্র দিতে হবে।