মফস্বল ডেস্ক 11 December, 2022 08:14 AM
পারিবারিক কলহের জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম কিবরিয়া ফকির (৫৫)। তিনি ছিলাধরচর মহল্লার মৃত আদেল ফকিরের ছেলে। বাবাকে হত্যায় অভিযুক্তের নাম নাইম ফকির (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে শনিবার রাতে ছেলে নাইমের সঙ্গে বাবা কিবরিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ছেলে। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারফত জানা গেছে, নিহতের গলা, ঘাড়, পিঠ ও কানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।
জানতে চাইলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে নিহতের ছেলে শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করার খবর পেয়েছি। হাসপাতালে নেওয়া পথেই সে মারা যায়। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পুত্রসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।