| |
               

মূল পাতা সারাদেশ জেলা যাত্রীবাহী বাস থেকে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার


যাত্রীবাহী বাস থেকে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার


রহমত নিউজ     08 December, 2022     09:30 AM    


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেট নগরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে শহরতলির বটেশ্বর এলাকায় ওই বাস থেকে গুলিগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বুধবার দুপুরে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস আটকে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সে একটি ব্যাগে দুটি বক্সের মধ্যে রাখা ১০৫ রাউন্ড শটগানের গুলি পাওয়া যায়। পরে বাসের যাত্রী, চালক ও তার সহকারী কেউই গুলির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। এ সময় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গুলিগুলোর গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। তবে গুলিগুলো শটগানে ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর প্রকৃত মালিককে চিহ্নিত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সিলেট গোয়াইনঘাট