মূল পাতা শিক্ষাঙ্গন ‘তাকমিলের পরীক্ষার ফি নির্ধারণ; স্ব স্ব বোর্ডে জমাদানের নির্দেশ’
রহমত নিউজ ডেস্ক 06 December, 2022 09:30 PM
আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে, ১৪৪৪ হিজরি ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে।
আজ (৬ ডিসেম্বর) মঙ্গলবার হাইআতুল উলইয়ার অফিস ব্যবস্থাপক মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৫৩ নং সভায় গৃহীত ৬ (খ) সিদ্ধান্ত অনুসারে ২০২৩ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার ফি মাদরাসাসমূহ স্ব স্ব বোর্ডে জমা প্রদান করার করবে। আগামীকাল বুধবার, ৭ ডিসেম্বর থেকে সকল দাওরায়ে হাদিস মাদরাসাকে ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের কথা বলা হয়েছে।
ফি জমাদানের স্বাভাবিক সময় ৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত; বিলম্বিত সময় ১৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত। ফি জমাদানের জন্য প্রত্যেক মাদরাসাকে আল-হাইআতুল উলয়ার অনলাইন সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করে “রিপোট সংক্রান্ত> সাধারণ রিপোর্ট> ১- নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম> পূরণ করতে হবে। রিপোর্ট দেখুন”-এ ক্লিক করে ‘নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম’টি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। উক্ত ফরমে ফির পরিমাণ ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ স্ব স্ব বোর্ডে জমা দিতে হবে।
ফরম ডাউনলোড করতে ক্লিক করুন।