| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী


ফাইল ছবি

শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী


রহমত নিউজ     01 December, 2022     06:30 AM    


শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগমূলক শিক্ষায় জোর দিচ্ছে সরকার। 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকার পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতে স্কুল পর্যায় থেকে প্রস্তুত করা হচ্ছে শিক্ষার্থীদের। অবকাঠামো উন্নয়নের সাথে প্রযুক্তির মেলবন্ধনে করার প্রক্রিয়া চলছে। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করেনি। জোর করে মুখস্থ করে পরীক্ষা আর সনদের জন্য তৈরি করেছে। নতুন শিক্ষাক্রম আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের তৃষ্ণা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা রুখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।