| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড


রহমত নিউজ     01 December, 2022     06:39 AM    


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অস্ত্র মামলায় এক ভারতীয় দম্পতিকে পৃথক কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আসামি রাম বিলাসকে (৫৮) ৭ বছর এবং তার স্ত্রী কলাবতী চৌধুরীকে (৪৮) ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর র‍্যাবের একটি দল ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা বিওপির পাশে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ভারতীয় নাগরিক রাম বিলাস ও তার স্ত্রী কলাবতী চৌধুরীকে আটক করে।

এ ঘটনায় র‍্যাবের এসআই ইউসুফ আলী ভূইয়া বাদি হয়ে তাদেরকে আসামি করে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার সরদার ২০১৯ সালের ২৮ নভেম্বর তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. ইসমাইল হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. রবিউল ইসলাম।